আর করবো না ঝগড়াঝাটি
এই ধরেছি কান।
ফিরে আয় ভাই টি আমার
আর করিস না মান!

আর ছিরবোনা তোর বইয়ের পাতা
লুকাবো না শখের  কলম।
তোর শেভিং ক্রিম লুকিয়ে নিয়ে
বানাবো না সকল রোগের মলম।।

ঠিক করেছি আসলে তুই
মতির মায়ের ঝিলে।
হাতিয়ে হাতিয়ে কই মাছ ধরব
দুই ভাইয়ে মিলে।

তোর নাইকি গেঞ্জি কেটেকুটে
বানাবো না বডি ফিট!
মায়ের বকুনি থেকে বাচাতে তুই ছাড়া কে?-বাবার আদালতে করবে রিট!

নসুর দোকানে এনেছে ভাই
ঝাক্কাস একটা সাইকেল!
তুই আসলে শিখাবি আমায়
গাইব দুজন মাইকেল।

কাইল্লার ছেলে আজকে ও আবার
গায়ে তুলেছে হাত।
তুই থাকলে ও সাহস পেতনা
করতাম দুই ভাই প্রতিঘাত।

এসেই দেখনা মুন্সির দিঘি!
কেমনে  সাতরে ঢেউ তুলি!
তুই এলে এবার পাল্লা দেব!
গত পরাজয়ের গ্লানি যাইনি নি কো ভুলি!

ভয় পেয়েছিস?
বাবাকে কিন্তু  বলিনি তোর তাসের ঢেরার খবর!
এবার আসলে আমি ও খেলব
ব্যাপার টা হবে জব্বর!

সুখবর আছে!
তোর লালীটা এখন দুই বাচ্চার মা!
    পুবের বিলের দুবলা খাওয়ালে
দুধের অভাব হবে না!

তোর লাগানো আম গাছে
এবার ই এসেছে মুকুল!
কাচা আমের ভর্তা খেতে
দুজন করবো না ভুল!

অংক টিচার প্রায়ই মারে
মিলাতে পারি না ফল।
তুই এলে গণিতে ১০০ পাব!
- বেড়ে যাবে মনোবল ।


শুতে গেলে নকশিকাঁথার বিছানা
দিবোনা ত এলে!
বাবার পরেই শত আবদার
কার কাছে বল মেলে?

আয়না ফিরে আর বাড়াস না
মায়ের চোখের জল!
তুই যাবার পরে মায়ের আখি যেন
অনবরত পানির কল!

মায়ের কান্না সহ্য হয়না -
বল কি করে থামাই?
কেন আসিস না সে যে গেলি?
সেজে নতুন জামাই!

তোর জামা কাপড় বুকে জড়িয়ে
মা যে কি পায় সুখ?.
ফুফরে ফুফরে কেদে ওঠে
- ফেটে যায় তখন মোর বুক!

কোন তাবিজে কোন মন্ত্রে
ফিরে আসবি বল?
যাওয়ার সময় যেতে পারিস!
- আসার সময় কেন এতো ছল?