প্রভাতে জেগে উঠে দুই হাত তুলে বলি।
সারা দিবস রাত যেন সু পথে চলি।

আদিষ্ট হই যদি গুরজন থেকে কিছু।
ভালো মনে আমি যেন নেই তার পিছু

কর্ম যাইহোক তা যেন মন দিয়ে করি।
কাজের শুরুতে যেন বিধাতা কে স্মরি।

পথে ঘাটে ছোটো বড়ো দেখা হলে পরে।।
সালাম দিয়ে কথা যেন বলি নরম স্বরে।

কষ্টদায়ক কিছু যদি পথে থাকে পরে।
আমি যেন নিজ হাতে দেই অপসারণ করে।

অজ ধেনু চাক্ষুষ - করে ফসল হানি
নিজ দায়িত্ব যেন বেধে রাখি টানি

পর সম্পদ হরন যেন নাহি জাগে মোর চিত্তে।
আমি যেন সুখ খুজি স্ব লদ্ধ বিত্তে!

দৃষ্টিকে অবনত রাখি যেন পথে।।
সৎ মানুষ হব পণ আজি হতে।

পর বোঝা লাঘবে বাড়িয়ে দেব হাত।
মুমূর্ষু আর মজলুমের তরে থাকব চির সাথ।

মুছিয়ে দিতে আখি জল
থাকব সব সময় অবিচল।।

পর সুখে হৃদয় গাঙে উছলে উঠুক বারি।
অত্যাচারীর খড়গ কৃপাণ নিয়ে আসব কারি