একবার যদি কেউ,
বসতো পাশে এসে।
আপন করে নিতো,
একটু ভালোবেসে।

একবার যদি কেউ,
মুছতো আখি জল।
হাজার দু:খ ভুলে,
বাড়তো মনোবল।

একবার যদি কেউ,
বলতো কানে কানে।
এগিয়ে চল বাছা,
আছি তোর সনে।

একবার যদি কেউ,
হাতটা দিতো পেতে,
ভয় ডিঙিয়ে ছুটে,
মাল্য নিতাম গেঁথে।

একবার যদি কেউ,
  ধরিয়ে দিতো পথ।
পথে ভ্রমণ করে,
    হয়ে যেতাম সৎ।

একবার যদি কেউ,
  পাশে থাকবে বলে।
মাড়িয়ে সব সুখ,
  আসতো কাছে চলে

২) মিলি তুলি

মিলি আর তুলি,
করে গলাগলি।
সারাদিন গাছে উঠে,
করে ঝোলা ঝুলি।

এটা সেটা নিয়ে
ঝগড়া ও দলাদলি,
মাঝে মাঝে মিল হয়ে
করে কোলাকুলি।

মিলি আর তুলি,
খেলে ডাংগুলি।
সারাদিন খেতে চায়,
ভাঁজা আংগুলি।

মিলি আর তুলি,
এক সাথে চলি।
বিদ্যালয়ে চলে যায়,
বই খাতা ভুলি।

মিলি আর তুলি,
মা'র ফুল কলি।
প্রতিবেশী ভুল করে,
কে মিলি কে তুলি?

মিলি আর তুলি,
করে ছোলা ছুলি।
মায়ের কোলে চড়তে,
করে ঢলা ঢলি।