নাই না-ই,,,

পুকুর আছে মাছ নাই।
বাগান আছে গাছ নাই।

মানুষ আছে মন নাই,
মন থাকে তো ধন নাই

ছাত্র আছে তো জ্ঞান নেই।
যোগী আছে তো ধ্যান নেই।

কবিতা আছে পাঠক নেই।
পাত্রী আছে তো ঘটক নেই।

হাল আছে তো জোয়াল নেই।
গাই আছে তো গোয়াল নেই।

মসজিদ আছে হেদায়েত নেই।
ভুয়া পীর আছে  শাফায়াত নেই।

হাট আছে তো পণ্য নেই।
শহর আছে অরণ্য নেই।

তালা আছে তো চাবি নাই।
ভাই আছে তো ভাবি নাই।
গাড়ি আছে তো  চাকা নেই।
চাচি আছে তো কাকা নেই।

মুখ আছে তো ভাষা নেই।
ক্ষেত আছে তো চাষা নেই।
চোখ আছে তো জল নেই।
গাছ আছে তো ফল নেই।

সনদ আছে তো চাকরি নেই।
চুল্লী আছে তো লাকড়ি নেই।
হাসপাতাল আছে সেবা নেই।
অভিযোগ আছে তো কে বা দেই?

২) বৃষ্টি র শব্দ,,

বৃষ্টি পড়ে টাপুরটুপুর,
   টিনের চালে।
বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
   দিনের কালে।

বৃষ্টি আসে শো শো করে,
  দখিন হতে।
বৃষ্টি পড়ে টুপটাপ,
   পিছলা পথে।

বৃষ্টি পড়ে ঝনঝনিয়ে,
  গভীর রাতে।
বৃষ্টি আসে কনকনিয়ে,
   শীতের সাথে।

বৃষ্টি পড়ে ছফছফে,
  খড়ের চালে।
বৃষ্টি পড়ে গবগবে,
  শ্রাবণ কালে।

বৃষ্টি পড়ে টুন টান,
  নূপুর যেন।।
বৃষ্টি এসে শুনশান,
  দুপুর কেন?