গর্বে তোমাদের বুক ফুলে যায় ,
   প্রফুল্ল হও এ কথা শুনে!
বাংলাদেশ  মুসলিম দেশ যে,
  নব্বই ভাগ মিলাও গুনে!


তোমরা বলো বাংলাদেশ ভালো!
    ইসলাম প্রচার হচ্ছে বেশ!
তাইলে রোজাতে দ্রব্যমূল্য বেড়ে
  সায়েমকে বলো কে করছে  শেষ?


রোজার সময় বলো কেন বাড়ে?
   নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম?
নব্বই ভাগ যদি মুসলিম ই হবে!
  কে করছে  এই জঘন্য কাম?


রোজা রাখা তবে গুনাহের কাজ?
  দাম বাড়িয়ে বাঁধা দিতে চাও?  
মুসলিম তুমি যদি দাবি করো!
  সায়েমের কষ্টে  সুখ পাও?


শুনেছি শপিং মলে বড়দিনে,
  মূল্যহ্রাস করে পণ্য বিকাঁয়!
তবে কেন রোজায় দাম বাড়ে ?
  জনগণকে ফেলছো ধোঁকায়?


নাম রেখে মুসলমান হয় না!
  যদি নাই করো পুণ্যের কাজ।
"মজুত করে পণ্য দাম বৃদ্ধি"!
পাওনা কি তবে কোন ই লাজ?


ধর্মীয় উৎসবে দাম কমে যায়
   সব দেশের ই ভালো রীতি!
এদেশে কেন উৎসব মানে ই
    পণ্য মুল্য বৃদ্ধির তীব্র ভীতি?