এ জীবন সরোবর হয়েছে আজ মরুপ্রান্তর
সেখানে ফোটে না যে আর পদ্ম;
জীবন যেন আজ শুধুই ছন্দহীন গদ্য
জীবনের সুরগুলো আজ চলে গেছে বহুদূর
হৃদয় আজ শুন্যতায় ভরপুর
রিক্ত এ হৃদয়ে আজ নাই কোনো সুখ
ভেসে ওঠে সেথায় কেবল বেদনার স্মৃতিমুখ
যে মুখে ছিল কোনো একদিন হাসি
কালের ঘোরে তাও গিয়েছে পুড়ে,
প্রাণহীন এই কাঠামোটাই আছে আজ পড়ে
যার নাই কোনো সুখ নাই কোনো দুখ্
স্পন্দনহীন এই জীবন আজ নিতান্তই অবুঝ: