অন্ধকারে অন্ধকার ঘসতে ঘসতে এক চিলতে আলো
আমাকে পথ দেখায় গভীর অন্ধকারে,
নিষ্ঠুরতার গর্ভে লালিত মমতা
মনের দরজায় কড়া নাড়ে বারে বারে ।
অপসংস্কৃতির আঘাতে জন্মানো সংস্কৃতি
আমাকে সম্মৃদ্ধ করে সভ্যতায়,
বারুদের বর্বরতায় ভূমিষ্ট শান্তি
একদিন মানুষ গড়বে মানবতায় ।