বন্ধু,
যদি কোন ঝড়ের রাতে,দমকা হাওয়ায়,ঘর ভেংগে যায়,
ভয় পেয়োনা বন্ধু আমার,
জেনে নিও পখীর কাছে,তার কাছে কি যদু আছে,
                                      তখন ওরা কি গান গায়।
হাওয়ায় যখন ভাংগে ঘর,
ডানায় তখন করেভর,
ছানার ঠুটে ঠুট মিলিয়ে বলে তোরা শক্তি ধর,যুদ্ধ কর,
।                                    হাওয়ার সাথে যুদ্ধ কর,
                                      বাঁধব মোরা নূতন ঘর।