আজ হঠাত তোমাকে খুব মনে পরছে মা  
    জীবনের ছন্দময় গতি থেকে
     নিজেকে একটু সরিয়ে
শুধু তোমাকেই মনে করতে ইচ্ছে করছে মা।
     জানি,জীবনের গতি...
কখনও ছন্দবদ্ধ কখনও বা ভঙ্গুর
ভঙ্গুর জীবনটাকে নিয়ে ছুটে চলা...
     শুধুই ছুটে চলা...


মনে আছে মা তুমি বলতে
     তোমার ছোট্ট তুলতুলি,
একদিন অনেক বরো হবে...একদিন অনেক নাম হবে...
চাওনি,তোমার তুলের জীবন,
      তোমার মতো হোক,
সংসারের বেরাজালে বন্দিনী!
স্বনিরভরতার শিখ্খা দিয়েছিলে তুমি তাকে।
     কিন্ত হায়! ভাগগের কি নিষ্ঠুর পরিণতি!
তোমার তুল জীবনের কাছে
আজ ক্লান্ত ...বরোই ক্লান্ত ...
     সংসারের কঠিন বাঁধনে
হারিয়ে গেছে তার ছোট্টবেলার দিন;
হারিয়ে গেছে তার টুকরো কবিতা,
রয়ে গেছে শুধু একরাশ কালো ছাই।


জীবনের পাতা ওলটাতে ওলটাতে
আকাশের নীল রঙটা কখন যে কালো হয়ে গেছে
বুঝিনি মা।
ছোট্টবেলার দিনগুলোতে মনে হোত
কবে তোমার মতো হবো
কবে তোমার সাজে সাজবো
খুব ইচ্ছে করতো মা নিজেকে তোমার সাজে দেখতে।


কিন্তু আজ!
এই নতুন জীবনের ভোরে
     তোমার সাজে সেজে
কেন মনে হয় মা
     জীবন,এতটা বিষাক্ত
জীবন জুরে শুধুই কেন করতব্বো আর অভিনয়!!
       বাকিটা শূন্ন ...


কেন মনে হয় মা?
তুমি বলতে পারো মা???