জানি না


ঝাঁপ দিতে ইচ্ছে করে আকাশের রূপ সাগরে
হারিয়ে যেতে চাই আমি সবুজ পাতার
উষ্ঞ উত্তাপ ঘেরা নিবিড় সান্নিধ্যাতায়…


বৃষ্টি নামে…ঝ্ম ঝ্ম…ঝ্ম ঝ্ম
ঝ্ম ঝ্ম শব্দধ্বনি
তার উদ্দাম মাদকতায়
মনের মাঝে জাগিয়ে তোলে
চঞ্চল এক শিহরণ…
কি বলে তাকে? ভালবাসা! ।জানি না.…
কিছু কিছু শব্দের হয়তো বিশ্লেষণ করা যায় না।
মনের মাঝে দুঃখনদী মিশে যেতে চায় রূপ সাগরে
কিন্তু সাগর কি বুঝতে পারে
দুঃখনদীর সেই যন্ত্রণার ভাষা!
কালো মেঘের নৌকা পাল তুলে
এগিয়ে চলে দুঃখনদীর বুক চিরে চিরে
এজীবনেও কি তার যাত্রা শেষ হবে??
জানি না…হয়তো জানা যায় না…
শূণ্য ক্লান্ত দৃষ্টি শুধুই বোকা স্বপ্ন দেখতে চায়। …


ঠান্ডা কঁাচের ঘরে এসির কুলুকুলু শব্দ, শূণ্যতা মাখা বোবা দৃষ্টি ,মনকে প্রশ্ন করে…
কি ভাব্ছ তুমি?
আমি উত্তর দি ই
জানি না…