গোলাপের নাভিমূলে চুম্বন এঁটে দেয়
কবিতার শব্দরাজি। আপাতত এই ভেবে,
গোলাপের শরীর কাঁটাহীন।


নবীন মাঝি বৈঠা হাতে গাঙে নামে
নাও তারে নিয়া খেলা করে
ঢেউয়ের ছন্দে এপাশ ওপাশ।


তরতাজা তরুণ প্রেম উপেক্ষা করে
গায়ে জড়ায় সন্নাসীর লেবাস
এ যে বড় অচেনা ফাঁদ।


কবি শপথ নেয়!
সন্নাসীকে ঘরে ফেরানোর। উপড়ে ফেলে
গোলাপের সমস্ত কাঁটা। অতঃপর -
রক্তঝরা গোলাপ নিরাপত্তাহীন নিরুত্তাপ
মৌমাছি রক্ত শোষার আনন্দে উন্মুখ।


হাত কাঁপে কবির; অজস্র ভুলের কাঁটা
ফুটে আছে তার ফাগুনিত সত্ত্বায়
ভুল সত্য অট্টহাসি দেয় কবিকে দেখে
জয় যেহেতু তার পুরানো সঙ্গী।।