১১/২০১৭


রইছ থালা হাতে লাইনে দাঁড়ায়
এ যেন এক সকাল বেঁচে থাকার লড়াই
কে নেবে কার আগে কখন যে ফুরিয়ে যায়
এক অরণ্য অভিমানে সরে পড়ে লাইন থেকে
ভিক্ষুকের এই জীবন ছিলো নাতো কোন কালে...


একসময় দীর্ঘ লাইনও ঘাসের ডগায়
শিশিরের মতো মিলিয়ে যায় ডেড়ায় ডেড়ায়।


রইছ তবুও দাঁড়িয়ে থাকে। এক জোড়া কালো বুট
এগিয়ে আসে ডাকে আলতো করে -
খোকা এদিকে এসো, খাবার নাও।
সৈনিকের কন্ঠে ঝড়ে পড়ে ভোরের কোমল আলো
সে আলোয় প্লাবিত হয় রইছের অভিমানী মন।


আহারে জীবন! কখনো শৃঙ্খলিত
কখনো মুক্তির তরে উড়ে চলা শারসের মন।।