আমি দেখেছি কম
বুঝেছি বেশি,
গিলেছি পত্রমালা ;

খাতায় দেখেনি সত্যি কি লেখা
শুধু দেখেছি সন্ধ্যাবেলা ।

ঐ চাদের আলো রাগ করেছে
জোছনা দেবেনা আমায় ?
তাই রাগ করেছি আমিও নিজে
গুনছি তারার মেলা ।

কিন্তু -
আমি তো শুধু তালের রাজ্যে
ভাদ্র খুজেই সারা ।

ভাদ্র যাবে চলে এবার
তুমি জানো কি সন্ধ্যাবেলা ?