তুমি যদি হও কভু বঞ্চিত পথবাসী ,
তোমার চুলে হাসবে বাদল
হাসবে বেলীনগরের বৌ ।

রেগে যাবে তুমি ,
ধরবে ঐ সব ছাইপাশ মুখে তুলে ।
ডগডগ করে গিলবে সব ,
করবে হজম , নাহয় বমি ;

অবাক হয়ে তাকিয়ে রইবে
চন্দ্রমুখী আর পারু -

কারণ তুমি
কখনও দেবদাস
আবার কখনও চরিত্রহীন সতীশ ।

কিন্তু তোমার মনের দুঃখ যে সব
গাছের হলুদ পাতা ,
বঞ্চিত এরা বৃক্ষডাল থেকে
ঠিক যেমন পথবাসী হয়েছ তুমি ।