মাটি


রসুই ঘরের কোনা হতে আসে হলুদ বাটার বাসনা
'মিনি'রে তুই চুপ করে থাক কাঁচা মাছটা খাসনা
রসুই ঘরে পােড়ামাটি নাই আছে শুকনা বাঁশের বেড়া
সে বেড়ার চালের ফুঁকায় ঝোলে 'শাহী পানের বিড়া
তাদের সাথে ভাবখানি জমায় লাউয়ের ডগার তার
তারা সবে থাকে সখা সখী সেজে - আমি বন্ধু তবে কার ।


মমতা


এই গঞ্জের দুই পারাপারে যেই সাঁকোটা খাড়া
তার একদিকে মেদাবাঁশ আছে আরেকটা দিক নাড়া
রাখাল এবার হাত মেলা তোদের গেদা যাবে ইসকুল
সাঁকোর তলাটা পোক্তা হবে আর হাতল হবে নির্ভুল
সবাই গেলো আপন বুঝে গঞ্জের বুঝ খাইলো আছাড়
হাসে কাক আর গাঁয়ের পাখি - আমি বন্ধু তবে কার ।