একে চন্দ্র দুয়ে পক্ষ,
টাকা মানুষের জীবনের লক্ষ,
তিনে নেএ চারে বেদ
টাকা মানুষের বাড়ায় ভেদ,
পাঁচে পঞ্চমান ছয়ে ঋতু
টাকার কাছে সবাই নীচু,
সাতে সমুদ্র আটে অষ্টবসু
টাকা মানুষের বানায় শিশু,
নয়ে নবগ্রহ দশে দিগ
টাকা থাকলে বরোলক গরিব সবাই ঠিক।।।।