এই মায়ার পৃথিবীতে, - সব যেন মায়া ময়!
জীবন জটিল অঙ্কে বিচিত্র ভাবনায় বিলীন হয়।
কিছু পেতে হলে নূন্যতম কিছু বিসর্জন দাও-
বেশিদিন খেতে চাইলে আজ কম করে খাও!
অসময় বর্ষাকাল হলে বাঘ চাটে হরিণের গাল!
ঈশ্বর সহায় বলে পাপীরা বেঁচে থাকে চিরকাল।
মায়ার পৃথিবী জুড়ে তবু হয় লুটোপুটির খেলা!
গুঁড়ো পারদর্শীতা হাওয়া যেন মৃত্যু মিছিল মেলা!
জয় তোমার-ই হয় তুমিই শেষে দীর্যজীবী হও!
মিছে মৃত্যু ভয়, - তুমিতো মৃত্যুর চেয়ে বড় নও!
রক্ত মাংসের মানুষ দলদাস হলে কোটিপতি হয়!
ভিন্ন ফুলে ফানুস, জিলিপির মতো পাক খায়।
দু-নৌকায় পা দিয়ে প্রতিবাদ নিরন্তর হেঁটে চলে!
ডুমুরের ফুল হয়ে রাজা হও অদৃশ্য ক্ষমতাবলে!
জয় বাংলা মা-মাটি চোখে বয়ে আনে জলধারা--
উন্নয়ন কারচুপি পরিপাটি বিরোধী হতে ক্যাকটাস চারা