পৃথ্বী ধুঁকছে পৃথিবীর মতো--
আঁধার বুকে ঢাকছি ক্ষত!
যেমন নাচাও তেমনি নাচি--
তোমার খাঁচা তোমার পাখি!
ইচ্ছে হলেই বায়না করো--
মনের আয়না মনেই লড়ো!
এপাং ওপাং ঝপাং ঝপ--
ম-য়ে ম-য়ে তা-য়ের ঢপ!
বাবা দাদা কাকা মেসো--
দিদির ডাকে সবাই এসো!
জেঠু পিসে দাদুর ভাইপো--
কালো ধনের হদিশ নাইকো!
রানী রাজায় যুদ্ধ মাতে--
দীন দৈন্যের মুন্ডু কাটে!
তুমিও যা অমিও তাই --
দুই কূলেতে মানুষ নাই!
থাকতো যদি মেঘে ওড়া--
পক্ষী রাজের বাচ্চা ঘোড়া!
লাগাম কষে অট্টহেসে বলেন--
রাকেশ রোশেন চাঁদেতে চড়েন ।
কাশফুলেই হোক তবে বালিশ--
জুতো মেরে মুখ পালিশ!
শিল্প আশায় চপ দোকানী--
কেউ তাঁর খবর রাখেনি!
কবে কার সেই তার--
জানি যার মুখ ভার!
খিদে পায় ক্ষুধা চোখে--
চটি জোড়া তবু বুকে!
লুটে যায় যত পাই--
রানী রেগে কাঁই কাঁই!
ধুর মিয়া কন কি--
একি মোয়া নাকি মুড়কি?