আচ্ছা-- এমন যদি হতো--
বাইক থামিয়ে রবীন্দ্রনাথ সপিং মলে যেতো!
থাকতো যদি স্মার্টফোন, - সঙ্গে জিও ভোডা!
অ্যালকোহলিক কবি মনে, বরফ কিংবা সোডা।
পরতো যদি ল্যাদার জ্যাকেট, বাঁধতো যদি চুল,
গান্ধীবাবু লজ্জা পেয়ে, পাকিয়ে দিতো গোল!
জিন্স-প্যান্ট আর টিশার্ট গায়ে হনহনিয়ে চলে--
আচ্ছা করে পূজো প্যান্ডেল দেখতো সদলবলে।
কি আর এমন হতো--
বাইকে বসেই রবীন্দ্রনাথ মোমো কিনে খেতো।
থাকতো হাতে ট্যাটু আঁকা, রুমাল বাঁধতো হাতে,
কবিতা কি আসতো? - " পিঁপড়া কাঁদে পাতে "!
রবীন্দ্রনাথ জন্ম হয়না, - তৈরী করতে হয়--
বুঝেই ছিলেন ঠাকুরবাড়ি - মিথ্যে মোটেই নয়।
চাইনা আমরা রবীন্দ্রনাথ, - চাইছি ঘোড়ার ডিম,
প্রতি ঘরে বাড়ছে, -- শুধুই রক্তপাগল ভীম!