" পৃথিবীর এই একগুচ্ছ মৃত ঘাসের মতোই ,
    একদিন আমিও তো সবুজ ছিলাম। "
" ক্ষনিকের আনন্দে, - কর্তব্য লালন পালনে,
   একদিন আমাকেও হারিয়ে যেতে হবে! "
নিভে যাওয়া প্রদীপের অন্ধকারে বেঁচে আমি!
আসলে বেশি যত্নে দুঃখ বাড়ে, আর দুঃখে?
মানুষ একদিন "পাতাহীন গাছ" হয়ে যায় !
কিছু কথা দীর্ঘশ্বাসের ভীড়েই গোপন থাক !
আবার না-হয় হারিয়ে যেও অচেনা শহরে।
উড়তে থাকা সুতো কিছু সময় পর ছিঁড়ে যায়!
সব জেনেও 'অলীক সুখে'ই উড়ে চলে ঘুড়ি,
দুটো শক্ত বিশ্বাসী হাত যে তাঁর খুব দরকারী!
মানুষের 'প্রয়োজন' হওয়াটা খুব সহজ,
কিন্তু তার 'প্রিয়জন' হওয়াটা বেশ কঠিন!
ও মেয়ে, তুমি কী দুঃখ চেনো? - চেনো না!
তবে কেমন করে তুমি চিনবে আমাকে?
"আমি যে সেই দুঃখ! - আমাকে ছুঁয়েই তো,
  তুমি আজ "অমরত্ব" লাভ করেছো । "
অবশ্য ব্যক্তিগত বলতে এখন আমি নিজেই,
বাকি সব সুসময়ে এসে অসময়ে চলে গেছে!
বুকের খাঁচায় মানুষ পোষা যে বড্ড ঝুঁকির!
ঘুম হয়নি বহুদিন, - রাগ ভাঙেনি ছোট্ট খুকির!
চোখের নীচে কালো রঙ ছোঁয়া টোল পড়ে যায়,
চশমার কাঁচে ঘোলাটে চোখ মরণের খাবি খায়।
কাগজের নৌকায় ভালবাসা বিসর্জন দিয়েছি,
হালকা ধাক্কায় আজ সে নদীতে মিশে গেছে।