জীবন্ত জীবাশ্ব হয়ে জন্ম ওদের ,
আজও ওরা নগরের রাস্তায় নগ্ন !
ওরা ব্যর্থ জীবনের ফানুস উড়িয়ে,
বারবার হৃদয় করেছে ভগ্ন !
ওদের সাধ নেই, আল্লাদও নেই !
থাকার মধ্যে আছে দুঃখের পিদীম
ওদের নুন আনতে পান্তা ফুরায়,
তবুও ওরা সুখী নিশীদিন !
ওরা কারা ?
.
ওরা বৃষ্টিতে স্নান করে,
ওরা পথের ধূলায় আহ্লদি পাউডার মাখে!
ওরা হাড়ভাঙা খাটুনি দিয়ে,
তোমাকে-আমাকে বাবু করে রাখে!
ওদের জাত নেই, তাই মেকি ধর্মও নেই !
থাকার মধ্যে আছে একটুকরো মনুষত্ব
ওরাই বাংলা মায়ের আসল বীর,
তবুও চকচকে পোশাকধারীর খাটে দাসত্ব !
ওরা কারা ? ওরা কারা ??