একদিন ঠিকই যাব চলে
***** সুকান্ত পাল *****


    দেখো একদিন,
ঠিকই যাব আমি চলে
    আর আসব না
হয়তো কোনদিন ফিরে
তিক্ত এই জীবন-নদীর
    যন্ত্রণা ক্লিষ্ট তীরে।
পড়ে রবে সেদিন
   খাঁচা খানি আমার
শূন্য নীরব হাহাকারে
    নিথর মন পাখি
সেও যাবে যে উড়ে.
    দেখো একদিন,
ঠিকই হেঁটে যাবো চলে
আমার আজন্ম সাধের
     শান্ত মায়ালু
  মেঠো পথটি ধরে।
নীল আকাশটা কে
   সাক্ষী রেখে,
পথের ধূলো গায়ে মেখে,
    বেরিয়ে পড়বো
  বিশ্বসংসারের সকল
পিছুটান উপেক্ষা করে।
     দেখো একদিন,
হয়তো উড়েই যাবো
   উদাস নীড়-ভোলা
     এক বিহঙ্গ হয়ে,
  বহু কাংখিত সেই
    মুক্তির অনাবিল
আলো ডানায় মেখে
  উড়বো অকপট
বিশাল ওই আকাশে।
   দেখো একদিন,
ঠিকই যাবো হারিয়ে
      চলে যাবো
দূরে বহু দূরে কোথাও যেখানে আমায় সখি
কেউ খুঁজে পাবেনা
ভুলে গিয়ে সকল স্মৃতি
আর ছিঁড়ে বন্ধনের ক্রমঃ
  শিথীল গ্রন্থি...
    মিশে যাবো
অজানা অচেনা জনারণ্যে.
      হারিয়ে যাব,
  সত্যিই হারিয়ে যাবো
একদিন সবার অলক্ষ্যে।