তুমি জানো কি সখি?
আজ আর কোনো অভিযোগ নেই
এই নীরব পৃথিবীর কাছে,
নেই কোন অভিমান আজ আর
সখি তোমার ওপর।
ভালোবাসার অভিনয়ে কেটেছে শুধু
আমার এই সাধের জীবন!
দখিনা হাওয়ার মত ফেরারি মন
এক এক করে কাটিয়েছে বহুকাল,
শুধু তুমি আর আমি ।
সুখ স্মৃতির গুঞ্জনে আজ
ভোরের দোয়েলের
শিষে হয়েছে সকাল।
বিকেলের ঝুমধরা ক্লান্তি মুছে
সন্ধ্যা আসবে জোনাকির আবছা আলোয়।
আমার শাশ্বত প্রেম আজ ধ্রুবতারা।
জানো সখি,,,
ভালোবাসা আর মরণের একটা অদ্ভুত সম্পর্ক,
ভালোবাসা শুধু নিয়ে যায় এ মন,
আর মরণ কেড়ে নেয় এই নশ্বর জীবন।
না সখি!
সত্যি বলছি
আজ আর নেই কোনো অভিমান
আজ আমার শাশ্বত প্রেম যে ধ্রুবতারা,
তোর হয়তো কোনো দোষ নেই
এটাই আমার নিয়তি,
তাই হয়তো হয়েছি আজ আমি সাথিহারা।