আজ কৃষ্ণচূড়ায় আগুন আগুন খেলা
আজ হৃদয় বলে মাতাল হবি চল।
আজ সন্ধেবেলা জোনাই জ্বালায় বাতি
আজ সমীর কহে প্রেমের কথা বল॥


আজ জলের স্রোতে কাঁপছে বুড়ো মেঘ
আজ শিশিরভেজা সকাল নিরুদ্দেশ।
আজ হিমেল হাওয়ায় আগুন সেঁকে রোদ
আজ ফাগুনখামে শীতের বাণী শেষ॥


আজ কোকিল কূজন শ্যামল বনানীতে
আজ দূরের আকাশ রক্ত মাখে বুকে।
আজ শুকনো ডালে হরিৎ লুকোচুরি
আজ পুষ্পসুভাষ ছড়ায় দিকে দিকে॥


আজ আম্রমুকুল মাদক মেশায় নীলে
আজ গেন্দাফুলে জরদামাখা গ্লানি।
আজ মধুকরেরা আমদ করে ফুলে
আজ কষ্ট বাড়ায় শুকনো পাতার ধ্বনি॥


আজ শহরে বাসন্তী পুজোর গান
আজ বিকেলে মনখারাপে ডুব।
আজ নোঙরা ঠোঁটে সেই মানুষের নাম
আজ কালবৈশাখী পাতা ঝড়ায় খুব॥


আজ বাতাসে দোলের উন্মাদোনা
আজ মেতেছে বুড়ো-কঁচি-সব
আজ ভগ্নহৃদেও হাজার উদ্দিপনা
আজ হর্ষ আনে বসন্ত-উৎসব॥