নিজের ধ্বংস নিজে'ই দর্শক হয়ে দেখেছি--
সহস্র কবিতা জীবাশ্ম গল্পের মহড়াও লিখেছি!
তবু আমার ঘর পুড়েছে অকাল অনলে!
আমার মন ভেসেছে উপেক্ষিত প্রলয় জলে।আঙুলের ডগায় আমার যে সরীসৃপের নখ!
চোখের কোণায় আমি'ই কেন শুধু দর্শক?
ভুল ঘাটে আজ ভাসিয়ে প্রেমের তরী--
ঈশ্বরী প্রেম ডুবিয়ে, - এখন কী করি?
পৃথিবীর গাড়িটা থামাও এবার নেমে যাবো!
ভয়ার্ত চোখ ঊষ্ণ ঠোঁটের ছোঁয়া ঢেকে দেবো।
নতজানু হয়েছি বলেই আঘাত নিয়েছি বেশ!
ঠোঁটে হেমন্তের গান, বর্ষা ধোয়া-র অভ্যেস।
তবু আমার ঘর পুড়েছে অকাল অনলে!
আমার মন ভেসেছে উপেক্ষিত প্রলয় জলে।
নিজের ধ্বংস ইতিহাসে খুঁজে ফিরি আমিত্ব--
জীবাশ্ম উপসংহারে লিখছি চেনা পৃথ্বীর দাসত্ব।