নন্দিনী তুমি বলেছিলে,,,
তোমার একটা নীল পদ্ম চাই,
আমি পাইনি তা খুঁজে।
তাই বলে অভিমান করতে হয় এতো?
সেইদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায়,
খুব মনে পড়ছিল তোমায়।
ইচ্ছে হচ্ছিলো,
নীল শাড়ীতে দেখবো তোমায়।
আউলা বাতাসে এলোমেলো চুল,
খোপায় রজনীগন্ধা জড়ানো,
মুখে সেই মিষ্টি হাসি।
তা আর হলো কই বলো!
কল্পনার আকাশে যে
তুমি থাকো সব -সময়,
কাব্য,কবিতা,আল্পনায়,
শুধু তোমার ছবি আঁকি।
নিজের বলতে
এখন আর কিছু নেই আমার,
হৃদয়ের সবটুকু জুড়ে,
শুধু তুমি আর তুমি।
অভিমান ভুলে নন্দিনী ,
আবার ফিরে আসো,
নীল পদ্ম না পেলে,
সহস্র রজনীগন্ধা এনে দেবো তোমায়।
সাথে থাকবে আমার সীমা-হীন ভালবাসা।