চার দেওয়ালে বন্দী - দুটো ক্ষুধার্ত শরীর,
লুম্পেন চোখের কবলে লুন্ঠিত দেহ মন্দির।
চাঁদের গায়ে চাঁদ - তবুও চাঁদ'ই সাক্ষী!
কুচক্রী চক্রবুহের ফাঁদ - লুন্ঠিত হবে লক্ষ্মী।
লিপলক প্রেম সন্ধী - সঙ্গমের খেলা নিত্যদিন!
আমি প্রেমিক বিবেকহীন, প্রেমিকা যেন অর্বাচীন,
বিছানায় ক্লান্ত শরীর - ঊষ্ণ ঠোঁটের ছোঁয়া!
শিরা উপশিরায় শিহরণ - অদ্ভুত প্রেমের মায়া।
তুমি দিও কিছু - আমিও দেবো কিছু;
তবে'ই জন্ম নেবে - ছোট্ট এক শিশু।
তাই আকাশ চিনে - ওড়াই আবেগী ঘুড়ি!
এখন পাথর চিনে - কুড়াই পথের নুড়ি!
আমি যে জাদুকর - আমার বেশ বাহাদুরী;
নৈতিক নাগরিক প্রভাকর - প্রেম সওদা করি।
বাণিজ্য নগর পথে - মণি, মুক্তা খুঁজি!
আমি প্রেমিক সওদাগর - শুধু শরীর বুঝি!