আমরা তো কেবল বাঁচার জন্য,
                 অথবা থাকার জন্য,
                     বড় হওয়ার জন্য
এই পৃথিবীতে আসিনি।
আমরা এসেছি মানুষ হতে—
মানুষের মতো মানুষ হতে,
বাঁচার মত বাঁচতে,
প্রতিবাদের ভাষা সোচ্চার করে তুলতে।
আমরা এসেছি ভালবাসতে।
আমরা এসেছি দেওয়াল গড়তে।
এসেছি বিধির বিধান রুখতে,
ব্যারিকেড ভেঙে দিয়ে লক্ষ্যের পথ বানাতে।
তাই আমাদের বাঁচার অধিকার ফিরিয়ে দিতে হবে।
ফিরিয়ে দিতে হবে ক্ষুধার অন্ন পাওয়ার অধিকার।
সে অধিকার কেড়ে নিতে দেব না।
নইলে কড়া শাস্তি দেওয়া হবে।
জীবন মানে তো শুধু বাঁচা নয়, অনেক কিছু—
প্রতিবাদ করা, লড়াই করা, অধিকার নিয়ে বাঁচা।


বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে
এই জীবনটা গোটা একটা জীবন হয়ে
জীবন্ত হোক.....।।
                                   —সুনীল গঙ্গোপাধ্যায়


(২৭শে আগষ্ট ২০২২)