আমরা কি চেয়েছি?
কি পেয়েছি?
একটা স্বর্গকে নরক তৈরি করেছি ......
এই পৃথিবী উদ্ধার হোক।
মাঝে মাঝে অসহায় লাগে,
ভয় করে.....।
ভন্ডামির কি দারুন উদযাপন!
বারুদের স্তূপে জ্যান্ত দেহ,
আগুনের শিখায়
ক্ষণিকে রক্তবাষ্প মিলিয়ে যায়।
ধোঁয়ায় নীল আকাশ ভরে যায়।
নারকীয় অপশাসনে
নির্লজ্জের মতো হাসি আসে।
ভবিষ্যতের কঙ্কাল গুলো
একদিন জোরালো থাপ্পড় লাগাবে গালে।
অতীতের প্রশ্নে উত্তর না থাকার
বিবেকহীন মুখ গুলো
কালসীমানায় লুটিয়ে পড়বে।
একদিন অমরত্বের অমৃত বিষে পরিনত হবে।
প্রজন্মের পর প্রজন্মের বলিদান,
.......ভয় করে।
তবুও হাসি আসে,
নির্লজ্জের মতো হাসি আসে।