যে পথে এসেছি আমি
সেই পথেই চলে যেতে চাই নিঃশব্দে।
কোথায় থামতে হবে
জানি না।
হয়ত চলে যাবো একদিন
সেই সীমানাহীন প্রান্তে,
একা কিনারায়
শেষ দোলনার দোলে।
একটা রক্তশূন্য জীবন
সব এলোমেলো আরও কঠিন,
সকাল আলোর জলে
পারলে একটু ভাসিয়ে দিও স্রোতে।
চলে যেতে চাই অনেক দূরে
সেই পথ ধরেই আবছা কুয়াশায়,
যে পথে তুমি চলে গেছো
বহুদিন আগে।