হালকা হাওয়ায় ঠিক কেমন লাগে
কাউকে সেটা বোঝানো যায় না,
স্বপ্ন নিয়ে এলোমেলো ভাবনা
বাস্তবে আদৌ সেটা হয় না।

নিরালায় ঠিক কেমন লাগে
কাউকে সেটা বোঝানো যায় না,
একলা মনে আদর্শ সব ভাবনা
বাস্তবে আদৌ সেটা হয় না।

স্রোতে ভাসলে ঠিক কেমন লাগে
কাউকে সেটা বোঝানো যায় না,
ভেসে যাবো আছে সব ভাবনা
বাস্তবে আদৌ সেটা হয় না।

জানালার সিটে ঠিক কেমন লাগে
কাউকে সেটা বোঝানো যায় না,
প্রকৃতিতে মিশে যাওয়ার ভাবনা
বাস্তবে আদৌ সেটা হয় না।

মন খারাপ হলে ঠিক কেমন লাগে
কাউকে সেটা বোঝানো যায় না,
একলা থাকা একলা হওয়ার ভাবনা
বাস্তবে আদৌ সেটা হয় না।