আকাশে অক্ষত চাঁদ আকীর্ণ হাসি মুখে
যেন ঝুলে আছে তোমার ঝুল বারান্দায়
এক পলক দেখবে বলে চেয়ে আছে
তোমার শোবার ঘরের স্বচ্ছ আয়নায়
যেখানে খানিক আগেই ঘুরে গেছ একবার
টিপ খুলে বুনে দিয়েছ আয়নাতেই


এখন এলে চোখে পানি ছিটিয়ে
এবার পালা কান আঁকড়ে থাকা
রুপালী একজোড়া দুলের
এবার খুললে গলা থেকে ঘামে জড়ানো
জাড়দউসি হার, নতুন কেনা
আলগোছে খুলে দিয়ে হাতখোঁপা
ক্লিপগুলো সরালে এবার
চুড়িগুলো বড্ড বিরক্ত করছিলো
খুলে নিয়ে সেগুলোও


তারপর...
তারপর চাঁদের অপেক্ষার  পালা
অপেক্ষা তোমার সুতনু গায়ে একবার
আড়চোখে তাকাবার
চাঁদের অপেক্ষা আর ফুরায় না
ক্লান্তিতে কমে আসে জোছনার জোর
মেঘ  এসে ভিড়ে করে আশেপাশে
দুই একবার ফোড়ন  কাটে
''কই এল?''


অভিমানী চাঁদ কিছুটা পিছিয়ে আসে
তবু চলে যায় না, যেতে পারে না
ঘুমে তোমার চোখ জড়িয়ে এলে
নিপাট  বিছানায় কুশনে মাথা রাখো
পাশের ঘুমন্ত দেহ টের পায়না
তোমার অস্তিত্ব, ক্লান্তি, কামনা
শুধু রাত জাগা চাঁদ আরও একটু
দূরে সরে গিয়ে তাকিয়ে থাকে আয়নায়
যদি আবার আস কোন অজুহাতে
অথবা অজুহাতহাত ছাড়াই।।


(কিছু হল কিনা জানি না, তবু লিখলাম আর শেয়ার করলাম )