ছানাবড়া চোখে তাকায়
র‍্যামো ঘরের ছাদে
একখানা চোখ দিয়ে দেখি
ফেলে দিবে ফাঁদে


সবুজ রঙের চোখখানা যে
করছে  পিটপিট
চোখ ইশারায় খুলে দিল
শক্ত দড়ির গিঁট।


মুখের মাঝে একখানা নাক
গাঁট্টাগোট্টা ভারি
থুতনি জুড়ে ছাগল গোছের
ঝুলছে নীল দাড়ি


সবুজ রঙের চোখটা যেন
ঠিক লেজার লাইট
টাক মাথায় বেঁধে রাখা কালো
রুমাল টাইট।


চোখ ইশারায় দরজা খোলে
করে বাতি বন্ধ
গ্রিন ঘোস্টের  গায়ে মাছের
আঁশটে কড়া গন্ধ


নেট ব্রাউজে নামটি পেলো
জিরো জিরো টিনি
নেপচুনের কাছ ঘেঁষা এক
ন্যানো গ্রহের প্রাণী ।


ন্যানো গ্রহের নামটি জুনো
সবুজ রঙ্গা আকাশ
বুদ্ধিমান আর শান্তি প্রিয়
প্রাণীর বসবাস


করবে কিছু   গ্রাউন্ডওয়ার্ক
থাকবে অল্প দিনই
ভালো থাকুক অচিন গ্রহের
জিরো জিরো টি নি।


(শিশুতোষ ছড়া)