পথের ধারে আজও ঘুরি একাকি l
নির্জন গাছের ছায়ায়
বাসা বেঁধেছে আমার নিঃসঙ্গতা l


অল্প দূরত্বের যে ব্যবধানে
তোর চোখ কান্না মাখতো
চশমার ফাঁকে দুটো বছর লেগে আছে l


হাসনাহেনার গন্ধ ছড়িয়ে
থেমে গেছে প্রেম l
তোর শরীর বড়ই অচেনা আমার কাছে l


চেয়েছিলাম ভালবেসে ইতিহাস গড়ব
অথচ তোর মাথায় তখনও
শুধুই গাণিতিক রহস্য l
কিন্তু আমি তো সহজপাঠ ছাড়া আর কিছু পড়িনি
তুই শার্লক হোমসে অনেকদূর l
স্বপ্নটাকে সত্যি ভেবে
সত্যিটাকে দুঃস্বপ্ন ভাবতে বড় কষ্ট হয় l


জলের তৃষ্ণা মেটেনা দামী পানীয়ে l


হাজার সঙ্গী আমায় ঘিরে সতত ইতিহাস গড়ুক
তবুও তোকে ছাড়া চিরন্তন নিঃসঙ্গতা l