ধুলো জমা বইয়ের তাকে ,
আর কোথাও খুঁজে পাইনি তোকে l
প্রিয় কবিতার রঙীন মলাটের ফাঁকে
অথবা বুকের বামপাশে ,
অনেক খুঁজেছি তোকে l
রাত্রি জাগা চোখের
রক্তমাখা দৃষ্টিতে ,
অসমপৃক্ত স্বপ্নের দিশেহারা ঘুমে ,
কোথাও নেই তুই l
অবশিষ্ট স্মৃতির যে প্রাক্তন নির্মাণ তা ক্রমশই ধ্বংসপ্রায় l
নেশার স্থায়িত্বে যদি বিন্দুমাত্র রক্ত ঝরে ,
সেতো আমার অন্তরের ,
তোর কোনো অধিকারের মর্যাদা নেই l
আবছা ঘুমের ভেতর যে মূর্তি ভেসে আসে ,
তা বিলক্ষণ ঐশ্বরীক l
বিন্দুমাত্র তোর মরীচিকাও নেই l
হিমযুগের যে নারী বর্ণনায় সুনীল বিমোহিত , আমি ক্লান্তি নিবারণে কামাসক্ত ,
কোনো অনুভূতি নেই ভালবাসার l
যন্ত্রণা যা আছে তার পরিপূরক হোক তোর শয্যাসঙ্গীরা l
আমি ঘাম ভেজা শরীরে এগিয়ে যায় আরও সামনের দিকে l