একাকী সে পথ আর একলা আমি
দোকলা সে ছায়াগাছে কুয়াশা আসর
আঁধারের আদালতে জমে মজলিস
অচেনা শুন্য পথে বিছায় শিকড়।
নতুন ইস্তাহারে লিখেছিলে জানি
গায়ে পড়া মেঘেদের শিলাজাত রূপ
দৃষ্টি স্বজন ভেবে আকাশের গায়ে
চাহিদা পোড়াতে থাকি চন্দন ধূপ।
পথের ভিতর পথে ক্ষত ছিলো যতো
কথার অন্তরালে কান্না প্লাবন
পরাগের প্রেমবতী পুজো প্রয়োজনে
একাকী পথের আমি পথিক কথন।