তুমিও তো একা বসে আছো
খসে যাওয়া পাতাটির মতো।
অগোছালো,আনচান,পিছুটানহীন বাতাসিয়া মেঘ--
দু' মুঠোতে তুলে নিলে, নেওয়া যায় যতো।
আলেয়ান খসে গেছে, উপেক্ষিত আজকের শীত
দাঁতে দাঁতে ঠোকাঠুকি,বাজেনা সঙ্গীত
এসময়ে,অসময়ে পারবে দাঁড়াতে তার আলিঙ্গন ঘেরে?
জানতেনা কতোটা নিঃস্বতা একা করে কাঁদে একলা শরীরে!
বনিবনা হলে ভালো,নাহলেও ক্ষতি নেই আর
একমুঠো মেঘ আছে যার কাছে বর্ষা বাহার।
পারলে ময়ূরী হয়ো,ভালবাসা দেবে ধরা পায়ের নুপূরে
সেতার শোনাবে গান একতারা বাউলের সুরে।