যমুনাবতী : - নারীর পোষাক কেমন হবে ?
বিশিষ্টজন: - ভগ্নাংশ শরীর অনাবৃত বা স্পষ্ট নাহি রবে ।
যঃ -নারীর সুরক্ষাবলয় কারে কয় ?
বিঃ - চিনিলে লক্ষণরেখা হবে নাকো অবক্ষয় ।
যঃ - নারী যদি সম্মানরক্ষার্থে হয় বিবাহবিচ্ছিন্না?
বিঃ - 'কালিমালিপ্ত চরিত্র' আর 'সিংগল' একই কথা । ঠিক কিনা ?
যঃ - নারীর আনন্দে কেমন হবে উপভোগ ?
বিঃ - চলনে বলনে দেবী মহিমা ই জীবনের মহাযোগ ।
যঃ - পা ফস্কালে বা ঘটিলে শ্লীলতাহানি ?
বিঃ - এর মূলেও নারীর রঙিন হাতছানি ।
যঃ - নারীর ধর্ষণ ফাঁদে পড়লে পা ?
বিঃ - বাড়িতে হলে রফা করো, বাইরে হলে ঝাড়া গা ।
যঃ - নারী জীবনের অভিধান ?
বিঃ - বাদ দিয়ে 'লেটনাইট' 'ক্লাবহপিং' 'পুরুষসঙ্গী' 'মদ্যপান' ।
যঃ - নারীর যোগ্যতার মাপকাঠি কতদূর ?
বিঃ - স্বামীর চেয়ে কম । চাপ কমাতে স্বামী সরলে যে আসবে 'শেয়াল -কুকুর' ।
যঃ - নারীর কতটুকু ভূ-বলয় ?
বিঃ - বিবাহের আগে বাবা, দাদা, অতঃপর স্বামী, অন্তে তনয় ।
যঃ - এককথায় নারীশিক্ষা ?
বিঃ - সমাজ নারীর মঙ্গল চায় তাই অনুশাসন মালাতে চাই দীক্ষা ।
যমুনাবতী - আমি নারী উত্তরাধিকারে পেয়েছি বেদনার পরম্পরা
লক্ষ্যশূন্য লক্ষ বাসনাঘাতে
জর্জরিত দিশাহারা
শাসকীয় আধিপত্যে দেখেছি বর্বর অযুক্তি
শাসিত যুক্তিবোধে আসবে 'হিংসার গ্রাসে' মুক্তি?
দর্শক মণ্ডলী:- আরো একটি নারী দিবস এলো
মাতৃগর্ভে কন্যাভ্রূণটি লজ্জা বুঝি বা পেলো !
আচ্ছা ও যদি আর জন্মাতে না চায় ?
নাগরিক সচেতনার অনন্ত অপেক্ষায়-
আর এমন ভেবেই যদি আসতে চাওয়া আগামীরা----
সসেমিরা ... সসেমিরা...