আহা,
সকাল সকাল স্নান সেরেছিস
জল টুপটুপ চুলে
একটি ফোঁটা আধেক গোটা
ঝুমকো কানের দুলে।
বলছে আমায় স্পষ্ট করো
নষ্ট করো ঝুঁকে
মহাশ্বেতা, সুখ চিকচিক তোর ঐ চিবুকে।


আহা,
লাল-হলুদের ডুরে শাড়ির
বারো হাতের সুখ
চাবির গোছা চিকন কোমর
আগলাতে উৎসুক
বলছে আমায় সোহাগ করো
কেচ্ছা করুক লোকে
মহাশ্বেতা,দুলকি চালে বেশ দেখাচ্ছে তোকে।


আহা,
হাসলি বুঝি হাতির দাঁতে
টোল পড়েছে গালে
বস্তুত সেই নায়াগ্রা ফলস
পা দিলো তোর চালে
বলছে আমায় আদর করো
কলঙ্ক হোক ভারী
মহাশ্বেতা,  আজও তোকে স্বপ্নে নাড়িচাড়ি।