তবু মায়াবতী জাগলেনা
অভিমানী নীরবতা,
অনুতাপের হাজারো ব্যথা
ভেতর যা যা ছিলো
চোখে আঙুল দিয়ে বোঝানো যাবেনা।
নতুন বছরে স্রেফ ভোঁ হলো পুরাতনী মায়া
আহা মায়া!
তৈরী করা ক্ষততেও আমি থাকতে পারতাম!
খেয়াল করেছো? শুধাইনি
কেন কোনো কারণ ছাড়াই
ফাঁকা হয়েছে গুচ্ছ গুচ্ছ মাঠ
এই যা তফাৎ
শীর্ণ দাঁড়িয়ে তবু মায়া
আহা মায়া!
পৃথিবীটা হাত ফস্কে পড়ে ভেঙে গেলো
মৃত্যু চুক্তি ছাড়া জন্ম হয়না
গচ্ছিত মরণ
নুয়ে আছে মাটিতে কামড় প্রাণপন,
উত্তাপহীন
হাতের তালুতে পুষি ঘ্রাণ,
স্তব্ধ ড্রয়ারে তার ফেলে যাওয়া
পুঁটলিকৃত ন্যাপথালিন।

অদিতি চক্রবর্তী