গ্যাঙর গাঙর চলছে রেওয়াজ ছাতার তলায় রোজ
বিচ্ছু রণি পড়া ফেলে চালায় তাদের খোঁজ
হঠাৎ দেখে কাঠের ফাঁকে মস্ত ছাতার তলে
ফুলিয়ে গলা মস্ত কোলা ব্যাঙ বাবা ডুবজলে
বিচ্ছুটা কি কিচ্ছু বোঝে? মারল হেঁকে কিক্
দল ভেঙে ব্যাঙ পালিয়ে গেলো মাঠের চতুর্দিক।
ব্যাঙ বাবাজী ল্যাং খেয়ে যেই ঠ্যাং মেলে পুকুরে
ট্যাংরা তখন খ্যাংড়া গোঁফে লেংচে যায় উপুড়ে
তাইনা দেখে বক বাবাজির সখ জেগেছে বিষম
ব্যাঙ ভালো না ট্যাংরা? কাকে করবে তবে হজম?
এই ভাবতেই ড্যাং ড্যাঙা ড্যাঙ পা দিলো যেই ছুঁড়ে
চিংড়ি ছিলো পাতার ফাঁকে গান ধরলো সুরে।
ধাঁ হলো ব্যাঙ,টাংরা,আরো ডজন চুনোপুঁটি
সন্ন্যাসী ওই বকবাবাজীর কাঁচলো পাকা ঘুঁটি।
সবটা বিষয় নজর করে কাতলা মাছের খুড়ো
হিহি, হোহো হাসতে থাকে, লেজের থেকে মুড়ো।
খেয়ালই নেই শেয়াল বুড়ো দাঁড়িয়ে দেয়াল ধারে
অন্তকালীন সুযোগ বুঝেই দন্ত বসায় ঘাড়ে।