ও হাসির মুক্তোদানায়
ভরেছি কানায় কানায়
ও কিগো তাও হাসছো?
এতো কি ভালোবাসছো?
এবারে মন্দ হবো
সে তুমি যেমন ভাবো
বলোতো দোষটা কোথায়
যদি প্রেম আমার লাফায়?
তেরে কেটে তাক্ ধিনতা
বাজিয়ে রাত দিনটা
রাতকে দুপুর করে
দুপুরে রাতের ঘরে
তবুও ছন্দ আসে
মোলো যা! মুচকি হাসে!
ওরে ও মুখপুড়িটা
এসেছে ভাগনা বেটা
ক্ষ্যামা দাও যাই এইবার
নেমে যাও বাঁকা এই ঘাড়
তবুও হাসছে দেখো
আমাকে দেখে তো শেখো
কিভাবে চোখ মটকে
কাগজে পেন চটকে
লিখছি ধানাই পানাই
ওদিকে আমার কানাই
বসেছে শুকনো থালা
যাচ্চলে! বলছি পালা।