হাত দিলি মা,ভাত দিলিনা
প্যাট শুঁখাইয়ে মরি।
বাপ'ট ম'ল দেনার দায়ে
গাছের তলা ঘর'ই।
টুকুন ভাতের লাইগ্যে মাগো
খাদান'ট তে নামি
দিনে দিনে গা'গতরে
মরদ হলাম হামি।
গাঁইতি হাতে, বাতির টুপি
কোমরে ব্যাটারি বাঁধন
ফুলমণিটা বেবাক হাসে
বইলত্যে লারে মাতন।
লসলসাঁইয়ে চলি এমন
লাট সাহেবের পারা
পাত পাকা চুটি খাইথম
নাই হইল লিখাপড়া।
ত সেই সিদিনের কথা
বিপদ আইসল ভোর রাতে
হুড়হুড়াই পড়ল চাতাল
বড়বাবুর চ'খ্যের ছামুতে।
কালি, শিবা,ছোটন,পুটকা
আর এলোনা ফিরে
জ্ঞান ফিঁরাই বিঁরাই আলম
হাত দু'খানি ছিঁড়ে।
হিম্মত জুটাই বইলথে গেলাম
বেতন নাই দিবেক ?
লাল চ'খ্যের বড়বাবু
মাথা'ট ফাটাই দিলেক
ফুলমনি হাত ধইর্যে
হামায় দিলো বাসা
ভাত দিলি মা,হাত দিলিনা
পেন্নাম করিস আশা?