১> আগুন

একতারা গান গায়, পিঠ পেতে শুয়েছে ফাগুন
ভিজে ওঠা দুইচোখে সেই সুর গুন্ গুন্ গুন্
বৃষ্টি দু 'এক ফোঁটা
পাকাতে ফলের বোঁটা
পলাশের শাখা ছুঁয়ে দাউদাউ জ্বলেছে আগুন ।

২ > আলো

আসি বলে চলে গেল বিকেলের আলো
ফিরে যেতে যেতে পেছনে তাকালে বলো
সবটুকু দেখা যায় নাকি !
রাতজাগা কতক জোনাকি
জানালার চৌখুপি বেসে যায় ভালো ।

৩ >প্রেম

হারিয়ে গিয়েছো কবে বৃষ্টি-খরায়
কিছুটা হেলাফেলা,কিছু তুচ্ছতায়
ঘোররেখে যায় এ হৃদয়ে
বাণভাসি জয় পরাজয়ে
পারো যদি লিখে রেখো কড়ায়-গণ্ডায় ।

৪ >ফেরা

এসো আজ মিলেমিশে থাকি এবাড়ি ওবাড়ি
এধারের জামা হাত ধরে ফেলে ওপাশের শাড়ি
এবাড়ির রাঙা গোলাপ বাগান
ওবাড়িতে রেখে ভুলে পিছুটান
এইতো সেদিন ডাক পাঠালো,'আসতে পারি ?'

৫ > দিনগত

হাতেগোনা সাধ্য ক্যাতরানো খর্বুটে ছায়া
গল্পবুনোটে মিথ্যে ঢাকা তুচ্ছ তিনপায়া
বৃষ্টি তো নেই মেঘের ওজোর
মঙ্গল, শনির দাপুটে নজর
নুন -লংকা-জিরা-হলুদ এটুকু যা বাঁচোয়া ।

৬ > মনসিজ

আর কোনো ব্যথা নেই মনে
সন্ধ্যা নামলে ঝুপ মুঠোফোনে
এলোমেলো উড়োচুলে
উদাসীন আঙুলে
তোমাকে ডেকেছি কবে আসেনা স্মরণে।

৭>ইচ্ছেটুনি নারী

চায়ের দোকানে উনুন নিভেছে খুলেছে চোলাই হাঁড়ি
হাতমেলা ডালে বসে কাক চিলে বাড়িয়েছে বাড়াবাড়ি
কুয়াশার স্তনে ভাসিয়ে ক্ষুধা
কামরাঙাবনে ঢেলে দিয়ে সুধা
খোলামাঠে শুয়ে আকাশ চাটছে ইচ্ছেটুনি নারী।