কতো কিছু মনে পড়ে যায়!
নুন কম হলে তরকারি,
খাবার টেবিলে কৃত্রিম রাগে ফুঁসে
চলে যেতে ও ঘরের বিছানায়।
হাতে-পা'এ ধরে শুরু হতো অনুনয়
যথারীতি ডজন কথার শেষে
দিতে হতো সেকালীন সেরা অভিনয়।
তখনের খেলা ছিলো চাঁদ পাড়াপাড়ি
মেঘের বৃষ্টি বাড়ি ছেনে
কে কতটা প্রাথমিক সারি।
ছোটোখাটো কথা দের ভিড়ে
সেইসব আজ আলোচনা
পেকে উঠে, রঙ চটে,একজোটে ক্ষতটায় প্রলেপ লাগাই
অথচ বাসাবদলের কথা
কারও মনে একবারও উঁকিও দিতোনা!
আলমারি খুলতেই হাতে এলো নীল অ্যালবাম
অলস পাতায় অবসাদ বুকে নিয়ে চোখ ঝাপসায়
শূন্য এখন সব,
কতো কিছু মনে পড়ে যায়।