তেমন করে বলতে পারো দিব্যি গিলে
আড়াল করা কথার পিছু পা পিছলে
কিন্তু,কেন,যদি,এসব ধাঁধার মাঝে
ছোঁয়াচ হয়ে লেগে আছো সকাল সাঁঝে
মর্জি মতো রাত লিখছো ললিত রাগে
পলাশ এরপরেও কি ফুটবে বাগে?
বুকের গোপন পলেস্তারায় নিকিয়ে মাটি
আমিও তো ভান করতে পারি তুলসী কাঠি
জলপ্রপাতে বাঁধ ভাঙা  কয়েক প্রহর
উপদ্রুত এলাকাজুড়ে জাগায় বাসর
হাঁটার পথে পলিমাটি গোলাপ ফোটায়
পিপাসা তার পাতকুয়োতে পদ্ম বোঁটায়
মাইলফলকে এতোলবেতোল সতেরো ক্রোশ
টেক্কা তাসের মেম আমি আর সাহেবের দোষ?