আমাদের নেশা ঈদ উৎসবে
উৎসব যেন অপরূপ অভিসার
অভিসারী মন যতবার অভিযানে
কেন্দ্র তখুনি পরিধি ছুঁয়েছে তার।
আমাদের পেশা ঈদ উৎসবে
উৎসব গড়ে মালতীর সংসার
সংসারে বাড়ে ভ্রূণের জন্মবয়স
দিনলিপি লেখে হিসেবের পয়জার।
আমাদের দিশা ঈদ উৎসবে
উৎসব মানে খুনসুটি অভিমান
অভিমানি মন সকালে লুকায় রাত
অধরের তাপে গুনগুনে কাঁপে গান।
আমাদের বসা ঈদ উৎসবে
উৎসব আনে জিরানোর অবসর
অবসর ডাকে হাটখোলা সংলাপ
আসর জমাই আমি ও আমার দোসর।
আমাদের ভাষা ঈদ উৎসবে
উৎসবে হাসে মধুঋতু গুঞ্জন
গুঞ্জিত দেহে পাপড়ির খসে পড়া
চন্দ্রাহত মুখরিত মৌ-মন।