মধ্যরাতেও রাত নামেনা
মুখোশধারী তোমার মতোই
আনাজ,বটি,ফ্রিজের ঝালে
কষ্ট কিনি এখন যতোই--
বলছি দিব্যি দিয়ে
সবটুকু এক ইয়ে!


যাবার জন্য কমছে বেলা
জানলা খোলা শীতের ভোরে
বেয়ারা বুকের পশমী চাদর
কাঁপতে কাঁপতে যখন সরে---
আশ্বাস যায় মিইয়ে
সবটুকু এক ইয়ে!


কোমর জলেও ডুবছি সাঁতার
দশ থেকে এক গুণে
আর জীবনের অবাধ্যতা
শোধ নিতে এক খুনে---
প্রাণ নিলো হাতড়িয়ে
সবটুকু এক ইয়ে!