উড়ছে মাছি,
বাসি পাউরুটির গায় I
চমক ভাঙে,
আমি আঁতকে উঠি,
না না বাসি পাউরুটি নয় !
এ তো সময় I
উড়ছে মাছি,
আজ সময়ের গায় I
মর্গের দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে স্তব্ধতায়,
ফরম্যালিন মাখা সময়ের সাথে,
পড়ে আছে স্বপ্নের ফানুস,
লাশ কাটা টেবিলের গায় I
উফ্ !! কি বিভৎস--
চার দেয়ালের স্তব্ধতায়,
মাটি থেকে উপরে,
ঝুলতে দেখেছি লাশ  I
তোমার লাশের মতো I
এবার আর কোনো স্বীকারোক্তি নেই,
স্বীকারোক্তি ছড়াই
ছুড়ে ফেলে গেছে শরীর I
কার উদ্দেশ্যে তা জানি না I
আমি আঁতকে উঠি !
উড়ছে মাছি,
মর্গের বদ্ধ ঘরে,
আজ সময়ের গায় !