বিভ্রান্ত করে রাখে
ভদ্র আলাপের মুখোশ I
আমি আজ গুহামুখের সন্ধানে
পেরিয়ে এসেছি অনেকটা পথ I
আদিম এড্যামকে যদি খুঁজে পাই,
জেনে নেবো ইতিহাস I
মুখোশহীন স্বার্থপরতার ইতিহাস I
নতুন করে আগুন জ্বালাতে শিখবো,
পাথরে পাথর ঠুকবো I
চোঁখে চোঁখ রেখে বুঝিয়ে দেবো
আমি কতটা লোভী I
সামনে থেকে ছিনিয়ে নেবো
ক্ষুধার্তদের আহার I
তবে, প্রতিদ্বন্দী খুঁজে পাবে
আত্মরক্ষার সুযোগ,
সুযোগ পাবে পালাবার I
ভদ্র আলাপের মুখোশে
বিভ্রান্ত করবো না তোমায়,
ঢাকবো না আমার বাস্তব পরিচয় I
তোমার সমস্ত আদিমতা নিয়ে,
সামনে এসো,
সামনে এসো এড্যাম I